প্রেসওয়াচ, ঢাকা, ২৪ মে, ২০২১ মাহবুব বাশার/মাহবুবুল হক : আজ থেকে ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৫ এপ্রিল থেকে সকল ধরণের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এতে জানানো হয়, আজকাল থেকে ট্রেনগুলো অর্ধেক যাত্রী নিয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে।
আন্ত:নগর ট্রেনগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি ও তূর্ণা, মহানগর প্রভাতী, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকুল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, সাগরদাড়ী এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস ও টুঙ্গীপাড়া এক্সপ্রেস।
৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন হলো- কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, ঢাকা কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার, উত্তরা এক্সপ্রেস।
আন্ত: ট্রেনসমূহের টিকেট শুধুমাত্র অনলাইনে কাটা যাবে। কাউন্টারে দেয়া হবে না।