কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২

প্রেসওয়াচ রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাং ‘পাটালী গ্রুপ’ ও ‘অ্যালেক্স ইমন গ্রুপ’ এর ১১ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

রবিবার (২৩ মে) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ মে) রাতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ২ নম্বর গেটের সামনে এবং বেড়িবাঁধ সংলগ্ন আজিজ খান রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলো— ‘পাটালী’ গ্রুপের   শরিফুল ইসলাম ওরফে পিয়াল (২২), আলী হোসেন(১৯) ও মো. চাঁন মিয়া (১৯)। তাদের কাছ থেকে একটি লম্বা ছুরি, ২টি চাকু উদ্ধার করা হয়।

‘অ্যালেক্স ইমন’ গ্রুপের গ্রেফতার সদস্যরা হলো—  রাব্বি ইসলাম ওরফে আকাশ (১৬), রনি খান (১৪), আরিফ হোসেন ওরফে রিফাত (১৪), মো. আবির (১৩),  মো. রনি (১৬) মো. সাগর (১৫),  রায়হান (১৬) ও রবিউল ইসলাম (১৫)। তাদের কাছ থেকে ২টি লম্বা ছুরি, ২টি লোহার তৈরি ছুরি, ৪টি ফোল্ডিং চাকু উদ্ধার করা হহয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত এই কিশোর অপরাধীরা বিভিন্ন  স্থানে পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ, সঙ্গে বহন করা দ্রব্য সামগ্রীর ব্যাগ প্রভৃতি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত।

এই কিশোর অপরাধীরা স্বীকার করেছে যে, ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমিদস্যুদের পক্ষে দখল করা জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে।

Share: