সবুজবাগে এম আই দাখিল মাদ্রাসায় স্বাধীনতার রজত জয়ন্তী ও মুজিব জন্মশত বর্ষের আলোচনা

প্রেসওয়াচ রিপোর্ট/ মাহবুব বাশারঃ ঢাকার সবুজবাগ থানাধীন মানিকদিয়ায় এম আই দাখিল মাদ্রাসায়  স্বাধীনতার রজত জয়ন্তী ও মুজিব জন্মশত বর্ষের আলোচনা ,কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, আলোচনা,পুরস্কার বিতরণী অনুস্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন কবি ও রাজনীতিবিদ মোঃ নজরুল ইসলাম।
সকাল থেকে ছিল কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, আলোচনা,পুরস্কার বিতরণ ও সবশেষে প্রীতিভোজ।প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, ব্যাক্তিগতভাবে আমি শিশুদের খুব পছন্দ করি তাই এদের ডাক পেলে কোনোভাবে উপেক্ষা করতে পারিনা। নজরুল ইসলাম আলোচনার ভঙ্গিমায় সহজবোধ্য বাক্যে,ছোট ছোট শিক্ষার্থীদের উপযোগী ভাষায় ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরেন বঙ্গবন্ধুর কথা,আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানীদের আত্মত্যাগ আর গৌরব গাঁথার কথা। তুলে ধরেন সত্যিকারের ইতিহাস যা ৭৫ এর পট পরিবর্তনের পর ভিন্নখাতে প্রবাহিত হয়েছিল।
মানিকদিয়ার এম আই দাখিল মাদ্রাসায়  স্বাধীনতার রজত জয়ন্তী ও মুজিব জন্মশত বর্ষের এই আলোচনাশিক্ষার্থীরা বেশ আগ্রহভরে পিনপতন নীরবতায় উপভোগ করে।
আলোচনার এক পর্যায়ে নজরুল ইসলাম রাজনৈতিক সহকর্মী  হুমায়ূন আহমেদ, তুহিন আহমেদ সহ মুজিব আদর্শের নিবেদিতপ্রাণ প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ করে আবেগাপ্ললুত হয়ে পরেন।তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং এম আই দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের জাতির প্রকৃত সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান এবং এমন একটি অর্থবহ সুন্দর আয়োজনের জন্য  মাদ্রাসা কতৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং স্বাধীনতার রজত জয়ন্তী ও মুজিব জন্মশত বর্ষের শুভেচ্ছা জানান।
Share: