ফেনীর কাশিমপুরে স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কারখানার প্যাকেট গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
রাত ২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ফেনী-নোয়াখালী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১০টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে চলছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
স্টার লাইন বিস্কুট কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কারখানার নাইট শিফটে প্রায় পাঁচশ’ শ্রমিক কাজ করছিল। আগুনের সংবাদ শুনে তারা ফ্যাক্টরি থেকে যে যেভাবে পেরেছে বের হয়ে গেছে। ভেতরে কোনও শ্রমিক আটকে পড়ার খবর এখনও জানা যায়নি।
এ ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।