গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর কোর্ট মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জেলা শহরের ব্যাংকপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রাত ৯টার দিকে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন- বিচারপতি খোন্দকার মুছা খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক।