Main Menu

বাইডেন-শি বৈঠক আয়োজনের চেষ্টার খবর অস্বীকার চীনের

প্রেসওয়াচ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর একটি বৈঠক আয়োজনের চেষ্টার খবর অস্বীকার করেছে বেইজিং। সম্প্রতি সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে চীনের এমন চেষ্টার কথা বলা হয়েছিল। তবে ওই প্রতিবেদনে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাস।

দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, সংবাদমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের জন্য চীনের যে প্রচেষ্টার কথা বলা হয়েছে সেটির কোনও সত্যতা নেই। চীন কখনও এ ধরনের কাজ করেনি।

ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, চীনের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ইয়াং জেই জি-কে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব তৈরি করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুই তিয়ানকাই প্রস্তাবটি মার্কিন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেছেন।

তিয়ানকাই প্রস্তাবটি সরাসরি মার্কিন কর্মকর্তাদের চিঠি লিখে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। চীন আশা করছে, জেই চিকে ওয়াশিংটনে পাঠিয়ে শি জিনপিং-এর সঙ্গে বাইডেনের একটি সাক্ষাৎ ঘটানোর ব্যাপারে নতুন প্রশাসনকে রাজি করানো সম্ভব হবে।

২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে গত চার বছর ধরে বেইজিং-এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েছে। ফলে দৃশ্যত চীন এখন নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমিয়ে আনতে চাইছে। সূত্র: পার্স টুডে।


Related News