বরিশালের মেহেন্দিগঞ্জ’র উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউপি নির্বাচন স্থগিত
নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা- ২) আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, উলানিয়া ইউনিয়ন বিভক্ত করে উত্তর ও দক্ষিণ উলানিয়া নামক দুটি পৃথক ইউনিয়ন গঠন করা নিয়ে উচ্চদালতে রিট চলমান। ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন স্থগিতের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুস কান্তি দে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাহী আদেশে নির্বাচন স্থগিত করেছেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে।’
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর এই দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্ধারিত তারিখ ছিল। এজন্য চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সম্প্রতি উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালু সিকদারের ইউনিয়ন পরিষদ বিভক্তিকরণ বিষয়ে রিট করেন।
Related News
জমে উঠেছে শ্রীপুর পৌর নির্বাচন
দিপু সিদ্দিকী গাজীপুর থেকে ফিরেঃ শ্রীপুর পৌর নির্বাচন জমে উঠেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচন। শিল্পRead More

২৪ পৌরসভার ভোট সোমবার: শেষ হলো প্রচারণা
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ প্রথম ধাপের ২৪টি পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হলো। শনিবার (২৬ ডিসেম্বর) দিনগতRead More