প্রত্ন-সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র নির্ণয়ে খনন জরিপঃ নেতৃত্বে বেরোবি ভিসি প্রফেসর ড.নাজমুল আহসান কলিমউল্লাহ

ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ বেরোরি’র  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.  মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর একান্ত প্রচেষ্টায় প্রত্ন-সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র নির্ণয়ে খনন কারয পরিচালনার জন্য  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছে। বরাদ্দকৃত টাকা যথাযথ বাস্তবায়নের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ভাইস চ্যান্সেলর মহোদয়, সদস্য সচিব প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী। সম্ভাব্য প্রত্ন-সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র হল দিনাজপুরের পার্বতীপুর।সম্ভাব্য প্রত্ন-সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র পরিদর্শন করেছে বেরোবির ২৬ সদস্য বিশিষ্ট দল।

প্রত্ন-সম্পদ সমৃদ্ধ ক্ষেত্র নির্ণয়ে খনন জরিপের মাধ্যমে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.  মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নেতৃত্বে নতুন মাইলফলক অর্জন করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

Share: