
কেশব চন্দ্র হালদারঃ কক্সবাজার থেকে ঢাকাগামী রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নির্মাণাধীন ভবনের খাদে পড়ে পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ওই খাদে পড়ে যায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি রাত সাড়ে ১০টার সময় কক্সবাজার ছেড়ে আসে। বাসটি নগরীর ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি ভবনের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।