Main Menu

নির্বাচনী প্রচার শুরু করলেন ঢাকা-১৮ উপ-নির্বাচনে আ. লীগের প্রার্থী

ঢাকা-১৮ আসনের আসন্ন উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাবিব হাসান গণসংযোগ শুরু করেছেন। এর আগে দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী,সংগঠন ও সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে নির্বাচনী কার্যক্রম সীমিত থাকলেও আজ শনিবার (২৪ অক্টোবর) তিনি গণসংযোগ করেছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত ১৭ নম্বর ওয়ার্ডে (ভাটারা) গণসংযোগ করেন তিনি। পাশাপাশি ঐ এলাকার নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ দুটি কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাবেক উপ-প্রচার সম্পাদক আজিজুর হক রানান, সাবেক ছাত্রনেতা ইসহাক মিয়া, ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি শহীদ উদ্দিন খন্দকারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। ঐ এলাকায় অলি-গলিতে লিফলেটও বিতরণ করেন তারা।

উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় আসনটি।


Related News