যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়-তাদের থেকে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২০ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির চলমান ধারা যাদের গাত্রদাহ সৃষ্টি করছে তারা নানা অপকৌশলে দেশকে পিছিয়ে দিতে চায়। আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে সনতন সমাজকল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাঅষ্টমীর শূভেচ্ছা অনুষ্ঠানে এ কথা বলেন।
সংসদ ভবন এলাকার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে তিনি অনুষ্ঠানে যোগ দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের অপকৌশল হচ্ছে হিন্দু-মুসলমান বৈরিতা সৃষ্টি করা।
যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়-তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সংগঠনের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং চিত্র নায়ক ফেরদৌস এ সময়ে উপস্থিত ছিলেন।(বাসস)
Related News
দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির সহযোগিতা চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
দিপু সিদ্দিকীঃ দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুলRead More
কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই: ভাইয়ের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের
প্রেসওয়াচ রিপোর্টঃ ওবায়দুল কাদের ও তার ভাই আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুলRead More