Main Menu

সাগরে নিম্নচাপের শঙ্কা, বৃষ্টি হতে পারে সারাদেশে

সাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অনেক সময় লঘুচাপ প্রথমে নিম্নচাপে পরে সেই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও চলতি অক্টোবর মাসে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ‘লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আমরা এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছি। কিন্তু ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলেই যে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে তা নয়। এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ বা পরবর্তীতে আরও শক্তিশালী হলে সেটিকে আমরা ঘূর্ণিঝড় বলতে পারি। তার আগে নয়। তবে এখন পর্যন্ত আমরা নিম্নচাপ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘এখনও আবহাওয়া এত খারাপ হয়নি। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকতে পারে।’

এই আবহাওয়াবিদ বলেন, ‘নিম্নচাপ না হওয়ার আগ পর্যন্ত আমরা সমুদ্র বন্দর বা নদী বন্দরে কোনও সংকেত দেখাতে বলছি না। আপাতত বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।’.

এদিকে আবহাওয়া অফিস জানায়, উত্তর আন্দামান সাগর ও এর আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ুর প্রভাবও আছে বাংলাদেশের ওপর। তবে তা কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে।

পূর্বাভাসে বলা হয়, এসবের প্রভাবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুষ্ক থাকতে পারে।


Related News