শনিবার (১০ অক্টোবর) বিকালে মানিকগঞ্জে পৌরসভার নয়াকান্দি এলাকায় প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
নিপোর্টের মহাপরিচালক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত সচিব শাহ আলম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নিপোর্টের পরিচালক নিমাই চন্দ্র পাল।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেণ, করোনা নিয়ে বিরোধীদলসহ অনেকেই স্বাস্থ্য বিভাগের সমালোচনা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রশংসা পাওয়াতে আমাদের সেই দুঃখ দূর হয়ে গেছে। করোনার টিকার জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সামনে শীত আসছে, এই সময় করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শীতের সময় সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলা ভালো।
এর আগে, মন্ত্রী জাহিদ মালেক সদর উপজেলা আয়োজিত গড়পাড়া শুভ্রসেন্টারে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর কর্তৃক ১০টি ইউনিয়নে ২৬০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ বিতরণ করেন।