ভিপি নুরের গ্রেফতারের দাবিতে অনশনরত ছাত্রী হাসপাতালে

ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও অন্য আসামিদের গ্রেফতারের দাবিতে অনশনরত ছাত্রী অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাবির ওই শিক্ষার্থী রাত ৯টার দিকে ঢামেক হাসপাতালে এসেছেন। তিনি এখন হাসপাতালের জরুরি বিভাগের ৩ নম্বর কক্ষে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ আছেন।’

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তিনি। এই সময় ছাত্রলীগের অন্তত ২০ জন নেত্রী তার সঙ্গে একাত্মতা জানিয়ে সেখানে অবস্থান নেন।

Share: