টিকিটের জন্য হাহাকার,সৌদি প্রবাসীদের ক্ষোভ
জানা গেছে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে ২৩ সেপ্টেম্বর থেকে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমোদন পায়। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত সপ্তাহে আবেদন করলেও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি আরব কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে বিমানকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমোদন না দিলে সাউদিয়ার অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন সৌদি প্রবাসীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) এর প্রতিবাদে মতিঝিলে বিমান অফিসে গিয়ে বিক্ষোভ করেন তারা। কেউ কেউ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন।
সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের অফিসে শনিবার থেকেই টিকিটের জন্য ঘুরছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, লাইনে দাঁড়ালেও টিকিট দিচ্ছে না সাউদিয়া। রিটার্ন টিকিট থাকার পরও অতিরিক্ত ২৫ হাজার টাকা রিইস্যু করতে নিচ্ছে এয়ারলাইন্সটি। একইসঙ্গে টিকিট বিক্রি করছে ৯৫ হাজার টাকায়। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর কাওরান বাজারে সোনারগাঁও হোটেলে সাউদিয়ার অফিসের সামনেও বিক্ষোভ করেন প্রবাসীরা।
জহিরুল আলম নামের এক প্রবাসী বলেন, ‘ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে পৌঁছাতে না পারলে অনেকেই বেকার হয়ে পড়বে। অথচ আমরা টিকিট পাচ্ছি না লাইনে দাঁড়িয়েও। সৌদি এয়ারলাইন্স লাইনে আসা প্রবাসীদের দাঁড় করিয়ে রেখে গোপনে বাইরে টিকিট বিক্রি করে দিচ্ছে।’
রিটার্ন টিকিট রিইস্যু করতে ২৫ হাজার টাকা নেওয়ায়ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। ক্ষোভ প্রকাশ করে আব্দুস সালাম বলেন, ‘আমাদের টিকিট আগেই কাটা, এখন রিইস্যু করতে কেন এত টাকা নেবে? এটা অন্যায়।’
Related News
মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন
ফাহমিদা হুসাইন চৌধুরী ও আসপিয়া সুলতানাঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন হয়েছে । গজারিয়ায়Read More
গোপালগঞ্জে সমাহিত খোন্দকার ইব্রাহিম খালেদ
গোপালগঞ্জে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবারRead More