মোট মৃত্যুর অর্ধেকের বেশি ষাটোর্ধ্ব!

দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। এ নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাব অনুযায়ী মারা গেলেন  চার হাজার ৬৩৪ জন। আর মারা যাওয়াদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন এবং মোট মৃত্যুর অর্ধেকের বেশি মারা গেছেন যাদের বয়স ৬০ বছরের বেশি তারা।

আজ বৃহস্পতিবার ( ১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) এর বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট মারা যাওয়া চার হাজার ৬৩৪ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের্ মধ্যে মারা গেছেন ২০ জন; শতকরা হিসেবে শূন্য দশমিক ৪৩ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৪০; শূন্য দশমিক ৮৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১০৯ জন; দুই দশমিক ৩৫ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৭৯ জন; ছয় দশমিক শূন্য দুই শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬০৯ জন; ১৩ দশমিক ১৪ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক হাজার ২৫৮ জন; শতকরা হিসেবে ২৭ দশমিক ১৫ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন দুই হাজার ৩১৯ জন যা কীনা শতকরা হিসেবে ৫০ দশমিক শূন্য চার শতাংশ।

Share: