কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালের আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে কলেজছাত্রী পুতুল বৈরাগীর (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পুতুল ওই গ্রামের নারায়ণ বৈরাগীর মেয়ে। তিনি উপজেলার বাগধা কলেজের প্রথমবর্ষের ছাত্রী ছিলেন।
আগৈলঝাড়া থানার এস আই সুশান্ত কুমার বলেন, সন্ধ্যা ছয়টার দিকে পরিবারের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন পুতুল। পুতুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে পুতুলের মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন বলেন, পুতুল বৈরাগী দরিদ্র পরিবারের মেয়ে। শারীরিক অসুস্থতা থাকলেও টাকার অভাবে চিকিৎসা হয়নি তার। এছাড়াও বিভিন্ন কারণে বিষণ্ণতা থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Related News

চান্দিনায় মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহ সড়কের নামফলক ভাঙচুর।।মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী জনগোষ্ঠীর ক্ষোভ
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ ঢাকা চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার মাধাইয়াতে সম্প্রতি বীরপ্রতীক কর্ণেল সফিকউল্লাহর নামে সড়কেরRead More
সাংবাদিক মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন
নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে বুধবারও (২৪ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন জেলায়Read More