সিসিক মেয়র আরিফ ও প্রকৌশলী করোনা আক্রান্ত
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তারা দু’জন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার জন্য দেন। এরপর রাতেই বিষয়টি তাদেরকে নিশ্চিত করা হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের তালিকায় ২৮ নম্বরে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও ২৯ নম্বরে মেয়র আরিফের নাম রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি বলেন, নমুনা জমা দেওয়ার পর জানানো হয়েছে সিটি মেয়র ও আমার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
Related News
গড় আয়ু বৃদ্ধিতে ভ্যাকসিনের অবদান অনেক: স্বাস্থ্যমন্ত্রী
দিলরুবা আক্তারঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন , আমাদের দেশের মানুষের যে গড় আয়ু বেড়েছে তাতেRead More
বিদেশগামীদের জন্য আরও ২১ ল্যাব
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃকরোনাভাইরাস পরীক্ষার জন্য বিদেশযাত্রীদের জন্য সরকার আরও ২১টি বেসরকারি পরীক্ষাগারের অনুমোদন দিয়েছে। সেইসঙ্গেRead More