বঙ্গবন্ধু নভোথিয়েটারের নতুন মহাপরিচালক আব্দুর রাজ্জাক

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মো. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

একই আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলীকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মীর জাহিদ হাসানকে মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অংশ) প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Share: