চিরনিদ্রায় সমাহিত ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান

আজিজ আহম্মদ চৌধুরীর জানাজা

ফেনীর আনন্দপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব নিজ বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বাদ আসর শহরের মিজান ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এ রাজনীতিক।

তার জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, মরহুমের ছোট ছেলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমদ রিয়াদ আজীজ রাজিব। জানাজায় ইমামতি করেন স্টেশন রোড জামে মসজিদের খতিব মাওলানা মনছুরুল হক।

আজিজ আহম্মদ চৌধুরী প্রথমে জেলা পরিষদ প্রশাসক ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন।

দলীয় সূত্র জানায়, ১৯৭৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আজিজ আহম্মদ চৌধুরী। ১৯৯৪ সালে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। ১৯৬৪ সালে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। ১৯৭৩ সালে ছাগলনাইয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এবং ১৯৮৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তৎকালীন সভাপতি আবুল কাশেম মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন শেষে দলের জাতীয় পরিষদ সদস্য মনোনীত হন। জীবদ্দশায় ১৯৯৬ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ছিলেন তিনি।

Share: