কাতারে জনশক্তি রফতানিতে বিপুল সম্ভাবনা

কাতার মাথাপিছু আয়ে পৃথিবীর সবচেয়ে ধনী ও নিরাপদ দেশের তালিকার শীর্ষে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ও বিশ্বের শীর্ষ বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ ১১ হাজার ৫৭১ কিলোমিটারের আয়তনের ছোট দেশটির বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পাইয়ে দিয়েছে।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ও ২০৩০ সালের এশিয়া গেমস আয়োজকও মধ্যপ্রাচ্যের দেশটি। জনশক্তি রফতানির জন্য দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও বৃদ্ধির তাগিদ দিয়েছেন কাতার কমিউনিটি নেতারা।

jagonews24

ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যাপক অবকাঠামো উন্নয়ন চলছে কাতারে। এরই মধ্যে ২০৩০ সালের এশিয়া গেমস আয়োজনের জন্য মনোনীত হয়েছে দেশটি। ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে কাতার। এই রকম ইভেন্ট আয়োজনে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যাপক জনশক্তি প্রয়োজন হবে কাতারের। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের বেকার জনশক্তিকে কাজে লাগানো সম্ভব বলে মনে করেন প্রবাসীরা।

কাতার কমিউনিটির প্রবীণ নেতা ওমর ফারুক চৌধুরী বলেন, গত ২০ বছরে কাতারের কোনো আমির বাংলাদেশ সফর করেননি। বাংলাদেশের বিভিন্ন মেগা প্রজেক্টের বিনিয়োগের জন্য কাতারের আমিরকে বাংলাদেশ সফরে নিয়ে যাওয়া উচিত।

jagonews24

২০১৭ সালের ৫ জুন সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি জোট। তবে এই অবরোধ কারণে নিজেদের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে দেশটি। সৌদি জোটের ওপর নির্ভরশীল দেশেটিতে চাষাবাদসহ হাজারো কলকারখানা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

Share: