টিকা কূটনীতি ঢাকা-দিল্লী আলোচনার প্রধান বিষয় বলে ধারণা করা হচ্ছে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২০ : সম্ভাব্য কোভিড-১৯ টিকার বিষয়টি ঢাকা-দিল্লী আলোচনার একটি প্রধান বিষয় বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, আমরা তাদের (ভারত) টিকার (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত) বিচারের সম্ভাবনা নিয়ে কথা বলব।
মাসুদ বলেন, ঢাকা একটি সম্ভাব্য টিকা বেছে নিতে চায় যা বাংলাদেশের জন্য নিরাপদ এবং সবচেয়ে উপযোগী হবে।
তিনি বলেন, এটা (টিকা) চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র বা ভারত থেকে হতে পারে। তাদের সবার সঙ্গে আমাদের আলোচনা চলছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির দলটিকে ভারতে পরীক্ষার জন্য নির্ধারিত করোনাভাইরাস বিরুদ্ধে টিকা তৈরির ক্ষেত্রে বড় অগ্রণী হিসাবে দেখা যাচ্ছে।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুই দিনের সফরে আজ ঢাকায় এসেছেন।
মাসুদ বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্ট ও রেলওয়ে সহযোগিতার মতো অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়েও তিনি আলোচনা করতে চান।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে যদি কোন অগ্রগতি হয় তাহলে আমরা একে অপরকে সর্বশেষ অবস্থা অবহিত করবো।বাসস।
Related News

সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
শাহ সুলতান নবীন/প্রেসওয়াচ রিপোর্টঃ সারাদেশে বঙ্গবন্ধুর মুর্যাল ও ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সারাদেশের জেলা-উপজেলাRead More
রোহিঙ্গাদের যদি এখনই নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে
গোলাম মাহবুব,প্রেসওয়াচ রিপোর্টঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সার্বিকRead More