অক্টোবরে ডিআরইউ’র রজতজয়ন্তী
ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হবে। তিন দিনব্যাপী এই রজতজয়ন্তী অনুষ্ঠিত হবে আগামী ৮ থেকে ১০ অক্টোবর। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সভায় এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
রজতজয়ন্তী উৎসব পালনের জন্য গঠিত হয়েছে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং বেশ কয়েকটি উপ-কমিটি।
সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর-এর সম্পাদক সাইফুল আলম, রজতজয়ন্তী উদযাপন কমিটির কো-চেয়ারম্যান ও ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ, সংগঠনটির সাবেক সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী প্রমুখ। এ সময় ডিআরইউ’র অনেক সদস্যও উপস্থিত ছিলেন।
« দুনিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড (Previous News)
(Next News) জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দলের আলোচনা সভা আজ »
Related News
সাংবাদিক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে
শাহ সুলতান নবীনঃ দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। রবিবারRead More

ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২০-২০২২ নির্বাচনে সভাপতি পদে গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে কাজল হাজরাRead More