নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস মুজিব -দিপু সিদ্দিকী

নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস মুজিব

বঙ্গবন্ধু সাগরসিন্ধু শেখ মুজিবুর রহমান

শ্রেষ্ঠ তুমি সিহাত্মা

তুমি বাঙালীর অস্তিত্ব, শক্তিমত্তা

বাঙালির নিরন্তন প্রেরণার উৎস চিরন্তন ।

তুমিই ছিলে একুশের লড়াকু প্রাণ –

একুশের রক্ত ধারায় তোমার আহ্বানে একাত্তরে

জাতি প্রেমিক জনতা, মুক্তিযোদ্ধা

মহাত্যাগের বিনিময়ে-

এনেছে বাংলার স্বাধীনতা।

 

মুজিব তুমি ক্ষণজন্মা অবিনশ্বর, মহামহীয়ান,

মুক্তি গ্রয়াসী নির্বিক মহান নেতা

তুমি শেখ মুজিবুর রহমান।

যত ছিল সঞ্চিত ব্যথা

রাজপথে ছিল অগ্নিঝরা মিছিলের কথা

“জয় বাংলা” স্লোগান –

 

তুমি ছিলে নির্ভয়ে দণ্ডায়মান

সঙ্গে ছিল ছাত্র-জনতা স্বাধীনচেতা বাঙালি সন্তান।

বাঙালী জাতির পিতা মহামহীয়ান,

তুমি আছো,থাকবে-

প্রতিটি স্বাধীনতা প্রিয় বাঙালীর অন্তরে অন্তরে

তুমি জাতির পিতা চির অম্লান;

তোমাকে জাতির পিতা বলে মানে না যে এখনো

সে বাঙালি জাতির অকৃতজ্ঞ সন্তান।

তাঁরই স্মরণে ১৫ আগস্ট শোক দিবসে

এসো হে, দেশ প্রেমিক সন্তান –

এসো শপথ করি –

 

ক্ষুধা ও দু:খ-সন্তাপ পরিত্রাণের ধরি পথ

করি জঙ্গিবাদের শিকড় উৎপাটন,

এসো মিলি শান্তি ও নীতির মোহনায় ।

দিপু সিদ্দিকী (সম্পাদক-ডেইলি প্রেসওয়াচ )
Share: