বঙ্গবন্ধুর ছবি —- নজরুল ইসলাম

বঙ্গবন্ধুর ছবি
নজরুল ইসলাম
সমুদ্রের শুভ্র জলরাশির বোবা কান্নায়
বঙ্গবন্ধুর ছবি, অহরহ অব্যক্ত বেদনায়
সীমাহীন দুখের অশ্রু গড়ায়,
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতি কোণায়।
দিগন্ত বিস্তৃত আকাশের নীলিমায়
বঙ্গবন্ধুর ছবি।সীমাহীন সীমানায়
বেদনার নীল বিষ গড়িয়ে যায়
শিকড়ের সন্ধানে মায়া মমতায়।
মাঠময় সবুজের ছন্দময় ঢেউয়ের দোলায়
বঙ্গবন্ধুর ছবি।স্মৃতি আর বেদনায়,
হাজার বছরের স্বপ্নের কথকতায়,
বিমূর্ত আশা পৌঁছে ঈপ্সিত ঠিকানায়।
« বিশ্বচোখে বঙ্গবন্ধু – দিপু সিদ্দিকী (Previous News)
(Next News) মুজিববর্ষে বিশ্ববন্ধু —-তানিয়া সুলতানা হ্যাপি »
Related News

কোন সে ভাষা – মোঃ নজরুল ইসলাম
সফেদ সমুদ্রের শুভ্র জলরাশির কলতান, অপূর্ব সুর লহরীর বাঙময় ঐকতান, ঐন্দ্রজালিক মোহ মমতায় রুপালী শব্দেরRead More
বাংলা একাডেমি পরিচালিত পুরস্কার পাচ্ছেন শাহরিয়ার কবিরসহ ৩ জন
ডেইলি প্রেসওয়াচ রিপোর্টঃ বাংলা একাডেমি পরিচালিত তিনটি সাহিত্য পুরস্কারের জন্য এ বছর লেখক রফিক কায়সার,Read More