বঙ্গমাতা ছিলেন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক অনন্য প্রতীক- বেরোবি উপাচার্য অধ্যাপক ড.নাজমুল আহসান কলিমউল্লাহ

রবিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর উপাচার্য অধ্যাপক ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও বলেন,বঙ্গমাতা শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব পর্দার অন্তরালে থাকা সাহসী এক নারী। বঙ্গবন্ধুর দীর্ঘ ১২ বছরের জেল জীবনে তিনি একদিকে ঘর অন্যদিকে দল সামলেছেন। স্বাধীনতার ইতিহাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কোনো পদ-পদবির অধিকারী না হয়েও বঙ্গমাতা ছিলেন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক অনন্য প্রতীক। আজ আমরা বাংলার ইতিহাসের বীর এই নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি।তিনি ছিলেন অসামান্য দৃঢ়তা, আত্মপ্রত্যয়, দৃঢ় মনোবল, সাহস এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী।

রবিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা পরিষদ।

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- বঙ্গমাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, কোরআনখানি, দোয়া মাহফিল, আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী।

Share: