বন্যায় প্লাবিত চাঁদপুর শহর।।নিম্নাঞ্চল প্লাবিত,কয়েক হাজার মানুষ পানিবন্দি
বুধবার (৫ আগস্ট) বিকেল থেকে হঠাৎ করে মেঘনা নদীর জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুরে বন্যা দেখা দেয়। সেই সঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শহরে পানি ঢোকে।বন্যার পানিতে প্লাবিত হয়েছে চাঁদপুর শহর। একইসঙ্গে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এতে চাঁদপুর শহরের পাড়া-মহল্লাসহ হাইমচর উপজেলার তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। পাশাপাশি মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
স্থানীয় সূত্র জানায়, মেঘনা ও ডাকাতিয়া নদীর পানিপ্রবাহ বৃদ্ধি পেয়ে শহরের আদালতপাড়া, রহমতপুর কলোনি, প্রফেসরপাড়াসহ পুরানবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। একই সময় হাইমচর উপজেলার চরভৈরবী, হাইমচর সদর ও নীলকমল ইউনিয়নের কয়েক হাজার মানুষের বাসা-বাড়িতে পানি ঢুকে যায়।
এদিকে উপজেলার মহজমপুর, চরভাঙা এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সেচপ্রকল্প এলাকা পানিতে তলিয়ে যায়। বেড়িবাঁধের বাইরে থাকা ঘরবাড়ি, ফসলি জমি ও পুকুর প্লাবিত হয়।
চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাবুল আখতার বলেন, উজানের পানি বৃদ্ধির ফলে মেঘনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে করে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকাসহ হাইমচর উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে বন্যার দেখা দেয়। এ অবস্থায় চাঁদপুর শহররক্ষা বাঁধ ঝুঁকিতে রয়েছে। আশা করি ভাটার সময় পানি নেমে যাবে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
Related News
জমি নিয়ে বিরোধে সাংবাদিকের ওপর হামলা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফুলবাড়ী উপজেলাRead More
শুরু হচ্ছে পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগের কাজ
গোলাম মাহবুব ঃ প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগ চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় প্রস্তাবিত বে-টার্মিনাল রেলওয়ে সংযোগ প্রকল্পেরRead More