এবার ইসরাইলকে সিরিয়ার হুংকার
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ইসরাইলের দখলদারিত্ব থেকে সিরিয়ার গোলান উপত্যকা মুক্ত করা এবং সেখানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে সিরিয়ার জাতীয় অগ্রাধিকার। মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে গোলান উপত্যকা মুক্ত করার ক্ষেত্রে সব রকমের অধিকার সিরিয়ার রয়েছে।
বাশার জাফারি বলেন, ইহুদিবাদী সরকার গত ৩৫ বছর ধরে সিরিয়ার গোলান উপত্যকাসহ বহু আরব ভূখণ্ড দখল করে রেখেছে যা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিন্দা জানান সিরিয়ার রাষ্ট্রদূত। জাফারি বলেন, ইহুদিবাদী ইসরাইল সরকারের অবৈধ বসতি বাড়িয়ে তোলার নীতির প্রতি ওয়াশিংটনের সমর্থন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম আল-কুদস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনা এবং সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের ঘোষণা তারই সুস্পষ্ট প্রকাশ।
অনলাইন বৈঠকে বাশার আল-জাফারি সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানান। তিনি বলেন, আরব ভূখণ্ডের ওপর থেকে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসানের জন্য আন্তর্জাতিক প্রস্তাব পাস হওয়া প্রয়োজন।
Related News
এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে মিয়ানমারের জেনারেলরা
মিয়ানমারের দশ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ শাফিউল বাশার ও শাহ সুলতান নবীন,Read More

ভারত-হংকং ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত
আইরিন নাহার,প্রেসওয়াচ ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনাভাইরাসRead More