নাশকতা মামলায় আজাদসহ ৩৫ নেতাকর্মী জামিন

নুসরাত আহমেদঃ আড়াইহাজার একটি নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ ৩৫ নেতাকর্মীর জামিন প্রদান আদালত। সোমবার (২৭মে)সকালে আড়াইহাজারের একটি নাশকতা মামলায় জামিনের জন্য নজরুল ইসলাম আজাদ সহ ৩৫ জন বিএনপির নেতাকর্মী হাজির হোন এবং জামিন আবেদন করলে জেলা ও দায়েরা জজ মোঃআনিসুর রহমান জামিন মঞ্জুর করেন। এর আগে ২৬ মে উচ্চ আদালতের নির্দেশে আড়াইহাজারের নাশকতা মামলা নং২৮(৮)১৮এর জন্য নারায়নগঞ্জ নিম্ন আদালতে নজরুল ইসলাম আজাদ সহ ১৩৬ জন নেতাকর্মী আত্নসমাপন করেন।উক্ত মামলায় সকল নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
আসামী পক্ষের আইনজীবী এড.সাখাওয়াত হোসেন মামলার ব্যাপারে বলেন,আড়াইহাজারের একটি নাশকতা মামলার জন্য বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ ৩৫ জন নেতাকর্মী আজ জামিনের জন্য আদালতে হাজির হলে বিচারক নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেন।গত ২৬ মে উচ্চ আদালতের নির্দেশে আজাদ সহ নেতাকর্মীরা আত্নসম্পান করেন এবং আজ জেলা ও দায়েরা জজ আদালত থেকে জামিন পেয়েছে। আড়াইহাজার নাশকতা মামলায় আরো আসামীরা হলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য সিদ্দিকুর রহমান সাদেক,নারায়নগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দুর,আড়াইহাজার থানা ছাত্র দল নেতা মীর মেহেদী হাসান রানা,নজরুল ইসলাম রনি প্রমুখ।
Related News

মাদক মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু
প্রেসওয়াচ রিপোর্টঃ মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার ও তার স্বামীRead More

দিহানের পক্ষে অদৃশ্য শক্তি, অভিযোগ বাদীপক্ষের
গোলাম মাহবুবঃ রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত তানভীর ইফতেখারRead More