নির্বাচিত ২০ তরুণ নেতার মধ্যে অন্যতম আইসিটি প্রতিমন্ত্রী পলক

মাহাবুবুর রহমান চঞ্চল:
সারাবিশ্ব থেকে নির্বাচিত ২০ তরুণ নেতার মধ্যে অন্যতম বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি ২৩-২৭ মে গ্রিনল্যান্ডের ইলুলিসায় অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তনে ভবিষ্যৎ করণীয় বিষয়ে ‘ওয়াইজিএল ইমপ্যাক্ট এক্সপেডিশন গ্রিনল্যান্ড’ কর্মসূচিতে অংশ নেবেন।
ইয়াং গ্লোবাল লিডারের (ওয়াইজিএল) আয়োজনে বিশ্বের নির্বাচিত ২০ জন তরুণ নেতাকে নিয়ে এ আয়োজন। জুনাইদ আহমেদ পলক নির্বাচিত এ ২০ নেতার অন্যতম। তিনি ক্লাইমেট আপডেট, প্রফেশনাল অ্যান্ড কালেক্টিভ অ্যাকশনস, ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জ পলিসিসহ বিভিন্ন অধিবেশন ও প্যানেলে আলোচক হিসেবে অংশ নেবেন। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে পঞ্চম ই-গভর্ন্যান্স সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে যোগ দিতে ইতোমধ্যে উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। ২১-২২ মে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সফরকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের আইসিটি খাতে সর্বশেষ অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে এস্তোনিয়ার রাষ্ট্রপতি কেরস্টি কালজুলাইদের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনের মিনিস্টারিয়াল প্যানেল আলোচনায় বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে বাস্তবায়িত ও গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরবেন প্রতিমন্ত্রী। সম্মেলনে তিনি বিভিন্ন দেশ থেকে আসা মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
Related News
প্রযুক্তির প্রসারকে রাজনৈতিক জটিলতায় ফেলে দেওয়া হচ্ছে: হুয়াওয়ের ক্যাথরিন চেন
ডেইলি প্রেস ওয়াচ রিপোর্টঃ হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ড সদস্য ক্যাথরিন চেন বলেছেন, ‘ইদানিংRead More
শুক্র গ্রহের মেঘে কি জীবন্ত প্রাণী ভাসছে?
সৌর জগতে সূর্য থেকে দ্বিতীয় স্থানে অবস্থানকারী শুক্র গ্রহের মেঘে জীবন্ত প্রাণী ভেসে বেড়ানোর চরমRead More