প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে মোট ২৫ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হয়।

আগামী ৩১ মে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২১ জুন তৃতীয় ধাপের এবং ২৮ জুন চতুর্থ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা বাদে ৬১ জেলায় প্রায় ১২ হাজার পদের বিপরীতে ২৪ লাখ এক হাজার ৯১৯ প্রার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল জানান, শুক্রবারের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের জন্য ১৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। মোট ৯টি প্রশ্নসেট প্রণয়ন করা হয়। এর মধ্যে লটারির মাধ্যমে একটি সেট নির্ধারণ হয়।

তিনি আরো বলেন, পরীক্ষার মাধ্যমে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ পরীক্ষা চলাকালীন নতুন করে আরো ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে ডিপিইকে নির্দেশ দেয়া হয়েছে।-ইত্তেফাক/

Share: