নুসরাত আহমেদঃ গতকাল নারায়নগন্জ প্রেসক্লাবে শেষ হয় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এবং পিআইবি র সহযোগীতায় তিনদিন ব্যাপী “সাংবাদিকতা বিষয়ক কর্মশালা।” এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়নগন্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া,সভাপ্রধান ছিলেন নারায়নগন্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিউনের সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি।আরো উপস্থিত ছিলেন সংবাদ পত্রিকার চিফ এডিটর সালাম জুবায়ের,লাইভটিভি২৪ ডটকম এর সম্পাদক জনাব আনোয়ার হক,পিআইবি র সহকারী প্রশিক্ষক জনাব নাসিমূল আহসান।
উদ্ভোধনী বক্তব্য রাখেন পিআইবি র সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান,শুভেচ্ছা বক্তব্য দেন ক্রমান্বয়ে সালাম জুবায়ের,আবদুস সালাম,আনোয়ার হক। গত ১৮ই মে নারায়নগন্জ প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।এ প্রশিক্ষণ মোট ১৪টি বিষয়ে নতুন – প্রবীন ৪০জন সাংবাদিকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণকালে প্রশিক্ষক ছিলেন যথাক্রমে পিআইবি র মহাপরিচালক জনাব জাফর ওয়াজেদ,মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জনাব বদরুদ্দোজা বাবু,চ্যানেল আইয়ের সিনিয়র বার্তা সম্পাদক জনাব মীর মাশরুর সম্পাদক,ডিবিসি নিউজের ব্রডকাস্ট ম্যানেজার জনাব শরিফুল ইসলাম শিমুল,লাইভটিভি২৪ ডটকম এর সম্পাদক জনাব আনোয়ার হক, পিআই বি র সহকারী প্রশিক্ষক জনাব নাসিমূল আহসান। প্রধান অতিথি নারায়নগন্জ জেলা প্রশাসকের বক্তব্যে উঠে আসে নারায়নগন্জে সাংবাদিকদের প্রতি তাঁর আস্থা এবং বিশ্বাস।তিনি বলেন নারায়নগন্জ সাংবাদিক ইউনিয়নের জন্য তিনি সুনির্দিষ্ট একটা স্থান করে দিবেন।এতে সকল সাংবাদিকদের পক্ষ থেকে বিনীত কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম। অনুষ্ঠানের শেষাংশে সকল প্রশিক্ষিত সাংবাদিকদের হাতে জেলা প্রশাসক সার্টিফিকেট ও সম্মানী তুলে দেন।