‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কিনতে থামছেই না ক্রেতাদের হিড়িক

অনলাইন ডেস্কঃ চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে। এরমধ্যে ট্রাম্প টয়লেট ব্রাশ ও টিস্যু পেপার উৎপাদন করেছে চীন। আর এই ব্রাশ এবং টিস্যু কিনতে চীনে ক্রেতাদের হিড়িক থামছেই না। খবর ডেইলি মেইলের।প্রতিবেদনে বলা হয়েছে, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে চীনের বাসিন্দারা তাদের সরকারের প্রতি সমর্থন জানানোর একটি উপায় হিসেবে হিসেবে ট্রাম্প টয়লেট ব্রাশ কিনছেন। এছাড়া ট্রাম্প টয়লেট ব্রাশ ছাড়াও কিনছেন টয়লেট টিস্যু পেপার।

চীনের বাজারে বিভিন্ন ডিজাইনের ট্রাম্প টয়লেট ব্রাশ পাওয়া যাচ্ছে। এগুলোর দাম পড়ছে প্রায় ২০ ইউয়ান (২ পাউন্ড)। নীল স্যুট, একটি সাদা শার্ট এবং একটি লাল টাই পরা ট্রাম্পের আদলে তৈরি করা এই ব্রাশগুলো টয়লেট ব্রাশ।

সেখানকার দোকানদার বলছেন, টয়লেট পরিষ্কারে বেশ কার্যকরী এসব ব্রাশ। আরেক বিক্রেতা বলছেন, এই ব্রাশের ৩৬০ ডিগ্রি পরিষ্কারের ক্ষমতা রয়েছে এবং এটা সব কোণায় গিয়ে পরিষ্কার করতে পারে।

‘ট্রাম্প টয়লেট ব্রাশ’ কিনতে থামছেই না ক্রেতাদের হিড়িক

অনেক দোকানদার আবার কেউ ট্রাম্প টয়লেট ব্রাশ কিনলে ফ্রি তে তাকে টয়লেট টিস্যু পেপার দিচ্ছেন। তবে চীন ছাড়াও এর আগে গত নভেম্বরে নিউজিল্যান্ডে প্রথম দেখা গিয়েছিল এ ধরনের ব্রাশ।-ইত্তেফাক

Share: