ডাকাতি মামলায় জামিন পেলো নারায়ণগঞ্জের ডিসবাবু

নুসরাত আহমেদ: নারায়নগঞ্জ সদর মডেল থানায় ডাকাতি মামলায় জামিন পেয়েছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবু। সোমবার(১৩মে)নারায়নগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়েরা কোর্টে ডাকাতি মামলার হাজিরার জন্য সকালে তুললে আসামী আব্দুল করিম ওরফে ডিসবাবুর পক্ষের আইনজীবীরা বিচারকের নিকট জামিনের জন্য আবেদন করেন।শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়েরা জজ বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালতে জামিন মঞ্জুর করে। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড বিতর্কিত কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবুর পক্ষের আইনজীবি হিসেবে ছিলেন নারায়নগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল, এড.খোকন সাহা ও এড.আব্দুল বারী।

উল্লেখ্য গত ১৮ এপ্রিল নারায়নগঞ্জ সদর মডেল থানায় মোঃকাউসার দায়ের করা ১০ লাখ টাকার একটি চাঁদাবাজি মামলায় পুলিশ আটক করে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুকে। পরবর্তী নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানায় আরো দুইটি চাঁদাবাজি মামলা হয় বাবুর নামে।অপর একটি ডাকাতি মামলার নারায়নগঞ্জ সদর মডেল থানায় আসামী করা হয় আব্দুল করিম বাবুর নামে। মামলা নং ১৪০/১৮ ধারা ৩৯৫/৩৯৭ এর।সোমবার ডাকাতি মামলার হাজিরার জন্য আদালতে তুললে আসামী পক্ষের আইনজীবিরা বিচারকের নিকট জামিনের জন্য আবেদন করেন অতিরিক্ত জেলা ও দায়েরা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।

Share: