নারী কর্মীকে দিয়ে শরীর ম্যাসেজ, রেলের সাব-ইন্সপেক্টর বরখাস্ত

অনলাইন ডেস্ক: রেলে কর্মরত এক অধস্তন নারীকে দিয়ে শরীর ম্যাসেজ করানোর অভিযোগ ওঠেছে স্টেশন সাব-ইন্সপেক্টর এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বালুর ঘাট রেল স্টেশনে। গত শুক্রবার ওই ঘটনার পর ভিডিও স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর বরখাস্ত করা হয়েছে রেলের সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে।ওই সাব-ইন্সপেক্টরের পা নিন্নি সাহা নামে এনভিএফ এর এক নারী কর্মী ম্যাসেজ করে দেন। ওই ঘটনার ভিডিও ধারণ করেন বরুনচন্দ্র মণ্ডল নামে এক এএসআই। সেই ভিডিও নিয়ে পরে স্যোসাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এরপরই তাকে প্রথমে শিলিগুড়িতে ক্লোজ ও পরে বরখাস্ত করা হয় বলে জানান রেলের অফিসার ইন-চার্জ প্রদীপ কর্মকার।
এনভিএফ কর্মী নিন্নি সাহা গত ২ বছর ধরে বালুরঘাট স্টেশনে রয়েছেন। কিন্তু তার গতিবিধি ভালো নয় বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে স্টেশনে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন বলে অনেকে অভিযোগ করেন। সূত্র : জি নিউজ, ইত্তেফাক
Related News
এবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে মিয়ানমারের জেনারেলরা
মিয়ানমারের দশ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ শাফিউল বাশার ও শাহ সুলতান নবীন,Read More

ভারত-হংকং ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত
আইরিন নাহার,প্রেসওয়াচ ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনাভাইরাসRead More