অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান স্পিকারের

(বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতরাতে বাংলা নববর্ষ ১৪২৬ কে স্বাগত জানাতে আয়োজিত ‘বার্জার রঙে রঙ্গিন বৈশাখ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অতীতের সব গ্লানি মুছে ফেলে নতুন প্রত্যয়ে আমাদের অর্জনগুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। নতুন বছরে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলায় পরিণত করতে সকলকে প্রত্যয় শপথ নিতে হবে।
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, ‘আলপনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে একাকার হয়ে মিশে আছে। আলপনার মাধ্যমে প্রাণের রং আঁকা হয়।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে সকলের প্রতি সহযোগিতারও আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এমপি এবং বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানের সমন্বয়ক শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় চারশ’ শিল্পী আলপনা আঁকায় অংশ নেন।
Related News

করোনা সংক্রমণ রোধে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে বিধি-নিষেধ প্রতিপালন করুন : পুলিশ কর্মকর্তাদের আইজিপি
প্রেসওয়াচ রিপোর্টঃঢাকা, ১৪ এপ্রিল ২০২১ : করোনা সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকারিRead More

বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ
প্রেস ওয়াচ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ প্রদানRead More