খাশোগি হত্যাকাণ্ডে ১৬ সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ : পম্পেও

ওয়াশিংটন, (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার ১৬ সৌদি নাগরিককে দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় তাদের ভূমিকা থাকায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গত অক্টোরব মাসে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঘটানো হত্যাকাণ্ডটিকে নিয়ে কংগ্রেস থেকে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আসছিল। এর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এ ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
ওই ঘটনার পর সৌদি আরবের মানবাধিকার নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক নিরীক্ষা করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব ব্যক্তির তালিকা প্রকাশ করে জানায়, পররাষ্ট্র দপ্তরের বৈদেশিক কার্যক্রমের ৭০৩১ (সি) ধারা এবং রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট অব ২০১৯ এর আওতায় এদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Related News
ভারতের চেয়ে দেড়গুণ বেশি দামে অক্সফোর্ডের টিকা কিনছে বাংলাদেশ: রয়টার্স
প্রেসওয়াচ ডেস্কঃ ভারতের চেয়ে দেড়গুণ বেশি দামে অক্সফোর্ডের টিকা কিনছে বাংলাদেশ: রয়টার্স অক্সফোর্ডের করোনাভাইরাস টিকারRead More
নতুন বৈশিষ্ট্যের করোনা: ফাইজারের ভ্যাকসিনে আশার আলো দেখছেন গবেষকরা
নতুন বৈশিষ্ট্যের করোনা: ফাইজারের ভ্যাকসিনে আশার আলো দেখছেন গবেষকরা ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় সন্ধান পাওয়াRead More