স্বাধীনতা লাভের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য সৃষ্টি হয়েছে: ড. কলিমউল্লাহ

প্রেস ওয়াচ রিপোর্টঃ বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বাংলাদেশের স্বাধীনতা লাভের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য সৃষ্টি হয়েছে।

স্বাধীনতা লাভের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য সৃষ্টি হয়েছে: ড. কলিমউল্লাহ

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সেক্টর কমান্ডারস্ ফোরামের যুগ্ম সম্পাদক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা জনাব এ কে আজাদ পাটোয়ারি। তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে যোগদানের অনুপ্রেরণা যুগিয়েছে।

আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি এর সহকারী অধ্যাপক এম এম আসাদুজ্জামান নূর । আলোচনায় মূখ্য আলোচক  হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরস্থ কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব মোফাচ্ছেল হোসেন খান।

 আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিকী ,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ফাতেমাতুজ্ জোরা লিমা, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার আফসানা করিম, কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক জনাব মোঃ কামাল উদ্দিন, জনতা ব্যাংকের কুমিল্লাস্থ চান্দিনা শাখার কর্মকর্তা জনাব খোরশেদ আলম, , চাঁদপুর থেকে উম্মে সালমা,এবং রংপুর থেকেতার্কিক আসাদুজ্জামান আবির। আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ।

Share: