বৈষম্য হ্রাসে ৩৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ
বৈষম্য হ্রাসের ক্ষেত্রে দারুণ সফলতা দেখিয়ে দুই বছরের মাথায় ৩৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। অসমতা দূরীকরণ বৈশ্বিক তালিকায় ১১৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৮ সালের তালিকায় এ অবস্থান ছিল ১৪৮তম।
ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম ও ডেভেলপমেন্ট ফাইনান্স ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) যৌথভাবে কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকোয়ালিটি ইনডেক্স (সিআরআই) ২০২০ সালের এ তালিকা প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক সূচকগুলোর উন্নতিতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও ভুটান। তবে করোনায় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অন্য দেশের তুলনায় ভালো থাকলেও কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকোয়ালিটি ইনডেক্সে (সিআরআই) এর অবস্থান নাজুক।
করোনার সময়ে চিকিৎসকদের উৎসাহিত করতে যে ১১ মিলিয়ন ডলারের বোনাস পেমেন্টে ব্যয় করা হয়েছে, তার প্রশংসা আছে প্রতিবেদনে। সিআরআই প্রকাশিত তালিকার শীর্ষে নরওয়ে, এরপর ডেনমার্ক ও জার্মানি। আর সবার শেষে অবস্থান দক্ষিণ সুদানের। দক্ষিণ এশিয়ায় মালদ্বীপের অবস্থান ৭২, শ্রীলংকা ৯৪, আফগানিস্তান ১০২, নেপাল ১১২, পাকিস্তান ১২৮, ভারত ১২৯ ও ভুটানের অবস্থান ১৪৬।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক সূচকগুলোতে উন্নতির জন্য বাংলাদেশ ছাড়া আর কেউই বৈষম্য নিরসনে নীতিমালা প্রণয়নে কোনও পদক্ষেপ নেয়নি।
Related News
উদ্বোধনের অপেক্ষায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দর
প্রেসওয়াচ রিপোর্টঃ খাগড়াছড়ির রামগড় এলাকায় পার্বত্য অঞ্চলের প্রথম স্থলবন্দরটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই স্থলবন্দরটি চালুRead More
বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান
দেশের বন্যপ্রাণী রক্ষায় অবৈধ বাণিজ্য দমন এবং জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেRead More