
রাজধানীর রুপনগর এলাকা থেকে বিদেশি অস্ত্র, জালনোট ও মাদকসহ নাসিম রিয়েল এস্টেটের মালিক নাসিমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে রুপনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি দল।
র্যাবের দাবি গ্রেফতার নাসিম রিয়েল এস্টেটের মালিক নাসিম ৫৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক এএসপি সুজয় সরকার জানান, কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।