iran

পার্সটুডে জানায়, ওমান সাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর ও হরমুজ প্রণালীর বিশাল অংশজুড়ে সামরিক মহড়া চালানো হয়। ‘জুলফিকার ১৪০০’ শিরোনামে মহড়ায় অংশ নেয় ইরানের সামরিক বাহিনীর বিশেষ টিম।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শক্তিশালী যুদ্ধজাহাজের প্রদর্শনী, ট্যাংকার ও বিধ্বংসী সব সামরিক যান নিয়ে জলে-স্থলে ও আকাশে বিশাল মহড়া চালাল ইরান।
রোববার সকালে শুরু হওয়া এই মহড়ায় অংশ নেয় ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‌্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা।