২০২১ শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তি শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তিতে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাংলাদেশের সব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ মানসম্পন্ন টিচার্স ট্রেনিং কলেজ নয়। ২০০৮ সালে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সমস্যায় অভিযুক্ত মানহীন ৩৭টি বেসরকারি টিটি কলেজকে লাল তালিকাভুক্ত করে বাতিলের জন্য সুপারিশ করে।

তাই সচেতন শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনি কি দেশের সেরা মানসম্পন্ন কলেজ থেকে বিএড ডিগ্রি নেবেন নাকি, মামলাবাজ বিতর্কিত কলেজ থেকে বিএড ডিগ্রি নেবেন? এ সিদ্ধান্ত আপনার। আপনি যদি কোনোরূপ হয়রানি ছাড়া এমপিওভুক্ত শিক্ষক হতে চান, কিংবা উচ্চতর বিএড স্কেল পেতে আগ্রহী হোন, তাহলে আপনাকে মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড প্রশিক্ষণ গ্রহণ করার আহ্বান জানাই।

ধানমন্ডি ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের অধ্যক্ষ ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান বলেন, ‘মানসম্মত কলেজগুলোতে যাতে প্রশিক্ষণার্থীরা ভর্তি হতে পারেন, বিতর্কিত প্রতিষ্ঠানে যেনও কেউ ভর্তি হয়ে বিপদে না পড়েন, সে কারণেই আমরা ভর্তির ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। ’

Share: