ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউনের উদ্যোগে তিন শতাধিক বৃক্ষ রোপণ: পরিবেশ রক্ষায় দিনব্যাপী কর্মসূচি

শাদাব হাসিন রিপোর্ট: পরিবেশ সচেতনতা ও সবুজায়নের লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন আয়োজিত একটি দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় নিম, কৃষ্ণচূড়া, কাঁঠাল, রাধাচূড়া, বকুল, টগরসহ বনজ, ফলজ ও ঔষধি মিলিয়ে মোট ৩০০-র বেশি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষ রোপণের স্থান নির্ধারণ করা হয় হুমায়ুন পার্ক থেকে বেনুখালী বাসস্ট্যান্ড ও শিবরামপুর গ্রামের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত এলাকায়।

এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন–

জগদীশ সরকার, প্রধান শিক্ষক, খারশুর উচ্চ বিদ্যালয়

আবদুল হালিম খান, বীর মুক্তিযোদ্ধা

আবুল হোসেন, ইউপি সদস্য, ২নং ওয়ার্ড

সঞ্চিত মন্ডল, ইউপি সদস্য, ৩নং ওয়ার্ড

মোঃ চাঁন মিয়া ও আবুল হাসিম, সমাজসেবক

নিরঞ্জন কুমার বালো, স্কাউট শিক্ষক

মোহাম্মদ জসীম উদ্দিন, সদস্য, খারশুর উচ্চ বিদ্যালয়

ননী গোপাল সরকার, সাবেক সদস্য, স্কুল ম্যানেজিং কমিটি, খারশুর উচ্চ বিদ্যালয়

এছাড়াও অংশগ্রহণ করেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।

পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন স্থানে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন-এর প্রেসিডেন্ট রিমা চিশতী বলেন,

“ইনার হুইল একটি আন্তর্জাতিক নারী সংগঠন, যা বিশ্বের ১০৪টিরও বেশি দেশে মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করে। আমরা প্রকৃতি ও সমাজকে ভালো রাখতে চাই, আর সে লক্ষ্যে প্রতিবছরই বৃক্ষ রোপণের আয়োজন করি। পরিবেশ সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকবো।”

ক্লাব কোরেসপন্ডেন্ট মাহফুজা আকন্দ বলেন, “সবুজ বৃক্ষ মনকে সতেজ করে, আর পরিবেশ রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাই ক্লাবের সব সদস্য মিলে আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছি।

এই মহতী উদ্যোগ এলাকার মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

 

Share: