k1

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কাবা শরীফ এলাকায় ও আশেপাশের মেঝেতে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সৌদি কর্তৃপক্ষ বলেছে যে, তারা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য কাবা শরীফে সামাজিক দূরত্বের প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় আরোপ করবে। কাবার ভেতর ও বাইরে উভয় স্থানেই সামাজিক দূরত্ব ও মাস্কের পরার নির্দেশও জারি করা হবে।

আরও পড়ুন : ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

আনুমানিক ৩৪ মিলিয়ন মানুষের দেশটিতে এ পর্যন্ত আরও ৫৫৪,০০০ এরও বেশি করোনভাইরাস সংক্রমণের ও ৮,৮৭৪ জনের মৃত্যুর রেকর্ড করেছে।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটেছে।