car

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি (অপারেশন) শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার রাতে গাড়ির মালিক মো. কালামকে তার ধানমন্ডির বাসায় নামিয়ে দিয়ে মহাখালীর গ্যারেজে গাড়ি রাখার কথা বলে যান চালক সজল। কালাম পরদিন গ্যারেজ ও বাসায় সজলের খোঁজ না পেয়ে শনিবার ধানমন্ডি থানায় জিডি করেন।

তিনি আরও বলেন, লাশ দেখতে পেয়ে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়। তারা সেখান থেকে আলামত সংগ্রহ করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হননি। ধারণা করা হচ্ছে পরিচিতদের মধ্যেই কেউ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তবে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়নি বলে মনে হচ্ছে।
আরও পড়ুন: কেশব রায়কে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

ধানমন্ডি থানার জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, জিডির তদন্ত করতে গিয়ে সজলের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান দেখা যায় নাবিস্কো এলাকায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে খবর দেওয়া হয়। তারা শনিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১২টায় ওই অবস্থানে গাড়িটি পার্ক করা অবস্থায় পায়। গাড়িটির পেছনের সিটে সজলের মরদেহ উপুড় হয়ে পড়ে ছিল। ততক্ষণে মরদেহে পচন ধরে।