33ddkalig

প্রেস ওয়াচ রিপোর্টঃ

জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক মহলে সর্বজন কর্তৃক প্রশংসিত হয়েছিলেন। তিনি বিশ্বের নিকট গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 

রবিবার (০৩ অক্টোবর) মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ফিনল্যান্ড প্রবাসী ও অভিবাসন বিশ্লেষক, ফিনল্যান্ড গ্রিন পার্টির সদস্য ড. মজিবুর রহমান দফতরি। 
তিনি বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আত্নত্যাগ ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী ।

আলোচনায় মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান। 

অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন উত্তর কুমিল্লা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য মো.  জাকির হোসেন আজাদ।

আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ।

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে রংপুর থেকে আফসানা করিম, পঞ্চগড় থেকে মো. খাদেমুল ইসলাম এবং নীলফামারী থেকে ফাতেমাতুজ জোহরা লিমা। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান এবং কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক মো. কামাল উদ্দিন।