motor

সিরাজগঞ্জের মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– চট্টগ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মুকিম (৩০) এবং পাবনার মেহেদী হাসান গালিব (২৮)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মোটরসাইকেলযোগে মুকিম ও গালিব ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। তারা মহাসড়কে বেপরোয়া গতিতে যাওয়ার পথে সীমান্তবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাসের সামনে পড়ে যান। এ সময় ওই বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন আব্দুল্লাহ আল মুকিম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান মেহেদী হাসান গালিব।

তিনি আরও জানান, বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।