pm1

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতি সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপ্তি সৈয়দ মাহমুদ হোসেন। রবিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আরও শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও দলের নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ।