আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিকে জাপানের তৈরি আধুনিক স্বয়ংক্রিয় করোনা পরীক্ষার পিসিআর মেশিন হস্তান্তর করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
রবিবার (২৬ জুলাই) সকালে আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি ভবনে এই মেশিন হস্তান্তর করা হয়। অত্যাধুনিক এই পিসিআর মেশিন দিয়ে একসাথে ৯৬টি করোনা নমুনা পরীক্ষা করা সম্ভব।
এর ফলে এখন আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি আগের চেয়ে অধিক করোনা নমুনা পরীক্ষা দ্রুত সময়ে নির্ভুল ভাবে সম্পন্ন করতে পারবে। পিসিআর মেশিনটি হস্তান্তর করেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে এ আহসানুল হক।
মেশিনটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মো. খশিউর রহমান। অনুষ্ঠানে দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।