স্থিরচিত্রে জাতির বরেণ্য ব্যাক্তিত্ব

বিশেষ সংবাদদাতাঃ

স্থিরচিত্রে ১৯৮০ সালে দেশবরণ্যে পাচঁ অধ্যাপক ও একজন সচিব, এ যেন এক ঐতিহাসিক ছবি। জনাব মনজুর রহমান ,সাবেক সচিব , বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ও সাবেক অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২। প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও স্যার,মাননীয় উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর ৩। প্রফেসর ড. মাহবুব সাদিক ,সাবেক অধ্যক্ষ, সরকারী সা’দত কলেজ, করটিয়া, টাঙ্গাইল ৪। প্রফেসর ড. রফিক উল্লাহ খান, মাননীয় উপাচার্য শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা।৫। প্রফেসর ড. গিয়াস শামীম,বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ৬। প্রফেসর ড. সৈয়দ আকরম হোসেন, সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক উপ-উপাচার্য, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (সামনে বসা) সহ ওনার সহধর্মীনি ও দুই ছেলে প্রতীক ও অভীক। ছবি তোলার সময় ও স্থান: ১৯৮০ সাল, ঢাকা ফুলার রোডের শিক্ষক কোয়ার্টার,ঢাকা বিশ্ববিদ্যালয়

Share: